আফ্রিকায় খাদ্য সংকটের জন্য পুতিনকেই দায়ই করলো জার্মানি

অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকায় খাদ্য সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ি করেছিলেন। তবে পুতিনের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে উল্টো তার দিকেই অভিযোগের আঙুল তুলেছে জার্মানি। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এব সংবাদ সম্মেলেনে বলেন, বিশ্বের কিছু অংশে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে, কিছু দেশ শস্য রপ্তানি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নয় বরং রাশিয়ার আগ্রাসী যুদ্ধের পরিণতিতে এই ঘটনা ঘটছে।
এদিকে, ইউক্রেন গত কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে রাশিয়া তাদের দেশে উৎপাদিত শস্য চুরি করে জাহাজ বোঝাই করে সেগুলো নিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ বেশ কয়েকটি দেশ এসব চুরি করা শস্য কিনছে। এর মধ্যে তারা জানাল তুরস্কও সেসব দেশের তালিকায় রয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাল বোদনার সাংবাদিকদের বলেন, তিনি তুরস্কের কর্মকর্তা ও ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন, কারা এসব চুরি করা শস্য তুরস্কের জলসীমা দিয়ে নিয়ে যাচ্ছে তা তদন্ত করা হোক।