রাশিয়ার কোনো অঞ্চলে আক্রমণের পরিকল্পনা ইউক্রেনের নেই

অনলাইন ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন আত্মরক্ষামূলক যুদ্ধ করছে এবং রাশিয়ার কোনো অঞ্চলে আক্রমণ করার কোনো পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরই রাশিয়া অভিযোগ করছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করবে ইউক্রেন।
তবে ইউক্রেনের পক্ষ থেকে আবারও নিশ্চয়তা দেওয়া হলো রাশিয়ায় তারা কোনো হামলা করবে না।
এ ব্যাপারে উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক টুইট করে বলেছেন, আমাদের মিত্ররা জানে তাদের অস্ত্র কোথায় ব্যবহার করা হয়েছে। (রাশিয়ায় হামলা করার) এমন যে কোনো অভিযোগ রাশিয়ার বিশেষ বিভাগের মনস্তত্ত্বিক অপারেশন।
তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার এক নাম্বার কাজ হলো ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা বিশ্বাসের সম্পর্ক নষ্ট করা।
এদিক বুধবার একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনে উন্নত প্রযুক্তির রকেট ব্যবস্থা পাঠাবেন তিনি। যার মধ্যে থাকবে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম যেটির প্রায় ৪৯ মাইল দূরে হামলা করার ক্ষমতা আছে। ইউক্রেনে এতোদিন যেসব অস্ত্র পাঠানো হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি দূরে হামলা করার অস্ত্র।
সূত্র: সিএনএন