যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ১৬৯ জন ইউক্রেনীয় নিহত হয়েছে : জাতিসংঘ
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:৪০, শুক্রবার, ৩ জুন, ২০২২, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ২ জুন পর্যন্ত দেশটিতে নয় হাজার ১৫১ ইউক্রেনীয় নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
এর মধ্যে নিহত হয়েছে চার হাজার ১৬৯ জন। আর আহত হয়েছে চার হাজার ৯৮২ জন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর এই তথ্য জানিয়েছে।
তবে প্রকৃত পরিসংখ্যান “অনেক বেশি” হতে পারেও বলে জানিয়েছে সংস্থাটি।
ওএইচসিএইচআর বলেছে, “অধিকাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে বিস্ফোরক অস্ত্রের ব্যবহারের কারণে। এর মধ্যে রয়েছে ভারী কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।”