লিটন দাস টেস্টে সহ-অধিনায়ক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৮, বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯

স্পোর্টস ডেস্ক:
মিরপুরে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে হারলেও ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়েছেন লিটন দাস।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে ফিরেছেন এ উইকেট-কিপার ব্যাটার।

অথচ দলের অধিনায়ক মুমিনুল হকের অবস্থা করুণ। অধিনায়কের বাজে পারফরম্যান্সের প্রভাব দলের অন্যদের ওপর পড়ে, তাই মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।  সমালোচনার মধ্যে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মুমিনুল।

এরপর থেকে কে হবে বাংলাদেশ টেস্ট দলের পরবর্তী অধিনায়ক তা নিয়ে আলোচনা চলছিল।  সাকিব আল হাসানের পরে দুর্দান্ত ফর্মের কারণে আলোচনায় এসেছিল লিটন দাসের নাম।  লিটনকে টেস্ট দলের নেতৃত্বে দেখতে চান অনেকেই।

মঙ্গলবার জানা গেল, নতুন দায়িত্ব পেয়েছেন লিটন দাস।  বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে। আর অধিনায়কের দায়িত্ব সাকিব আল হাসানের কাঁধেই দেওয়া হয়েছে।

Share This Article