স্কয়ার ও এসিআইসহ চাল মজুত করেছে বড় ছয় প্রতিষ্ঠান

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০৫, বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯

চালের অবৈধ মজুতদারদের ধরতে রাজধানীসহ সারাদেশে ৩১ মে থেকে সাঁড়াশি অভিযান চালিয়েছে সরকার। এ অভিযানে স্কয়ার-এসিআইসহ নামিদামি করপোরেট প্রতিষ্ঠানগুলোর চালের মজুত করার অস্তিত্ব পেয়েছেন অভিযানকারীরা।  

 

৩০ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বোরোর ভরা মৌসুমে চালের দাম এত বেশি কেন তা খতিয়ে দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই খাদ্য মন্ত্রণালয়সহ প্রশাসন নড়েচড়ে বসে। শুরু হয় রাজধানীসহ সারাদেশের গুদামে অভিযান।

অভিযানে বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। এরমধ্যে সবচেয়ে বড় মজুতটি ছিল দিনাজপুরের চোহেলগাজীতে স্কয়ারের গুদামে। ১৫৬ মেট্রিক টন মজুতের অনুমতি থাকলেও  প্রায় ৫ হাজার ৪০০ মেট্রিক টন চাল মজুত করে এই প্রতিষ্ঠানটি। এ অপরাধে মামলাও করা হয়েছে।

দেশের আরেক বড় প্রতিষ্ঠান এসিআইকেও জরিমানা করা হয়েছে। নওগাঁয় মেয়াদের অতিরিক্ত সময় ধরে ৫০০ টন ধান মজুত করায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নারায়গঞ্জে ও চট্টগ্রামে চালের দাম বৃদ্ধি ও অধিক পরিমাণে মজুত করার দায়ে আড়তদারকে অর্থদণ্ড ও আড়ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধ মজুতদারদের ধরতে অভিযানের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। অবৈধ মজুতের তথ্য জানাতে কন্ট্রোল রুমের +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০-৪৯৯৯৪২ এবং ০১৭১৩-০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ।

Share This Article


এবার নির্বাচনী ট্রেনে যুক্তফ্রন্ট: দেবে ১০০ আসনে প্রার্থী

ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি ও চীনের সাথে উত্তেজনা কমাতে বাংলাদেশ বিষয়ে পিছু হটছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রকে বিদেশি কিছু সাংবাদিক ও এনজিও প্ররোচিত করছে!

হরতাল-অবরোধে আগুন সন্ত্রাসের মাস্টারমাইন্ড গ্রেফতার!

ঢাকায় সজীব ওয়াজেদ জয়

বগুড়ায় বিএনপি-যুবদল-ছাত্রশিবিরের তাণ্ডব, ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

কাজে ফিরেছেন শ্রমিকরা: ফের উৎপাদন শুরু !

গুম-খুন নয়, উন্নয়নই যে দেশের রোজকার গল্প!

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা চালু, কমবে আমদানি-সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা

অবরোধের প্রভাব শিক্ষাঙ্গনেও, শঙ্কিত অভিভাবক-শিক্ষকরা!

শ্রমিকদের বেতন বৃদ্ধিতে বাড়িওয়ালাদের পোয়াবারো

উদ্বোধনের অপেক্ষায় অর্থনীতির ‘গেম চেঞ্জার’ মাতারবাড়ি সমুদ্র বন্দর