ভারত-বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ ত্বরান্বিত করবে সেপা

প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা 'সেপা' চুক্তি হলে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি আসবে। পণ্য ও সেবা বাণিজ্য বাড়বে কয়েকগুণ।
সম্প্রতি সম্ভাব্য এ চুক্তির বিষয়ে সমীক্ষা শেষ করেছে দুই দেশ। সমীক্ষা বলছে, চুক্তি হলে দুই দেশের মধ্যে আগামী ১০ বছরে এক হাজার ৫০০ কোটি ডলার বাণিজ্য বাড়বে।
বিশেষ করে পরিবহন, বীমা, ব্যাংকিং, টেলিকমিউনিকেশন ও বিতরণ সেবায় সম্ভাবনা রয়েছে। পণ্য ও সেবাবাণিজ্য বাড়ার কারণে দুই দেশে বিনিয়োগ চাহিদাও সৃষ্টি হবে।
বাংলাদেশের সম্ভাবনা
সেপা চুক্তির ১০ বছরের মধ্যে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি ৫০০ কোটি ডলার পর্যন্ত বাড়বে। বাংলাদেশের বস্ত্র ও পোশাক, ওষুধ, প্রাণিজ ও উদ্ভিজ্জ চর্বি, রাসায়নিক, সামুদ্রিক পণ্য, বেকারিসহ বিভিন্ন পণ্য ভারতের বাজারে চাহিদা সম্পন্ন পণ্য।
ভারতের সম্ভাবনা
সেপা চুক্তির ১০ বছরের মধ্যে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানিও এক হাজার কোটি ডলার পর্যন্ত বাড়বে। ভারত থেকে বিভিন্ন ধরনের খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, কাঠের পণ্য, তুলা, ট্রাম, রেলের বগিসহ বিভিন্ন পণ্য বাংলাদেশের বাজারে সম্ভাবনাময়।