পদ্মা সেতুর যত বিশ্ব রেকর্ড

মোহাম্মাদ এনামুল হক এনা: বাংলাদেশের দীর্ঘতম সেতু 'পদ্মা'। পানিপ্রবাহের দিক থেকে অ্যামাজনের পর পদ্মা নদীই বিশ্বে বৃহত্তম। প্রমত্তা পদ্মায় সেতু তৈরিতে চারটি বিশ্ব রেকর্ড হয়েছে।
প্রথম বিশ্ব রেকর্ডটি হচ্ছে, পদ্মা সেতুর পিলার নির্মাণে ৯৮ থেকে ১২২ মিটার গভীর পাইলিং করা হয়েছে, যা বিশ্ব রেকর্ড। বিশ্বের আর কোন সেতু নির্মাণে এতো গভীর পাইলিং করতে হয়নি।
দ্বিতীয় বিশ্ব রেকর্ড হচ্ছে পদ্মা সেতুর পাইলগুলো তিন মিটার ব্যাসার্ধের। বিশ্বের অন্য কোনো সেতুর পাইলের ব্যাসার্ধও এত নয়। পদ্মা সেতুর প্রতিটি পাইল ৫০ মিলিমিটার পুরু স্টিলের পাইপে মোড়ানো।
তৃতীয় বিশ্ব রেকর্ড গড়েছে বিয়ারিংয়ের ক্ষমতায়। পিলার ও সেতুর নিচের অংশের (লোয়ার ডেক) পাটাতনের মাঝে রয়েছে ১০ হাজার টনের 'ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং', যা বিশ্ব রেকর্ড।
চতুর্থ রেকর্ডটি হচ্ছে নদীশাসন। এই সেতু নির্মাণে নদীর দুই তীরে ১৪ কিলোমিটার তীর বাঁধানো হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এতো বেশি ব্যয় বিশ্বের কোনো নদীশাসনে করতে হয়নি।
উল্লেখ্য, আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যান চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।