ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সংলাপ আজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১৮, বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয়বারের মতো অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংলাপটি অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, বাংলাদেশের শ্রম বা ট্রেড ইউনিয়নের সমস্যা নিয়ে এ সংলাপে আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলবেন প্রতিনিধিরা।

 

এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অর্থনৈতিক কাঠামো (ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রোসপারিটি-আইপিইএফপি) সম্পর্কে আলোচনা তুলবে ওয়াশিংটন। নতুন এই ফোরামে বাংলাদেশকে সহযোগী হিসেবে পেতে চাইছে যুক্তরাষ্ট্র। দিনব্যাপী এ সংলাপে খাদ্য, কৃষি সহায়তা, পোশাকশিল্প, জ্বালানি, ওষুধ, তথ্যপ্রযুক্তি, টেলিকম ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

অবশ্য মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ২ জুন ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে অর্থনীতি বিষয়ে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠান হবে। সেখানে শ্রম অধিকার গুরুত্ব পাবে।

সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরও যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র বিভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ।

Share This Article


টেকসই যোগাযোগের জন্য নদী রক্ষার বিকল্প নেই : নসরুল হামিদ

বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক আজ

ইইউ প্রতিনিধিদের সঙ্গে কাল ইসির বৈঠক

ঢাকা-৫ ও ১৪ থেকে মনোনয়ন ফরম কিনলেন সৈয়দ ইবরাহিম

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে: ইসি রাশেদা

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে : ইসি আলমগীর

দেশে সাক্ষরতার হার বেড়েছে

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি: কাদের

স্কুল ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী