ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন : শেখ হাসিনা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৭, বুধবার, ১ জুন, ২০২২, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৯

আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।

 

২০১৯ সালের ডিসেম্বর মাসের ২০ ও ২১ তারিখ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। তিন বছরের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর মাসেই। গত দুইবারের মতো এইবারও নির্ধারিত সময়েই সম্মেলন করতে চায় দলটি। তারই অংশ হিসাবে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সম্মেলন করছে তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আমরা সেটা ভুলে যাই না।  প্রতিবার বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করি।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করছি।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

৭৫ এর ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল।কারণ ক্ষমতাতো জনগণের হাতে ছিল না। ক্ষমতা চলে গিয়েছিল সেই মিলিটারি ডিকটেটরদের হাতে। উর্দি পরে ক্ষমতা দখল করত। যার ফলে দেশের উন্নয়ন না হয়ে তারা তাদের উন্নয়ন করেছে।১৯/২০ টা ক্যু হয় শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি ছিল, সেশন জট ছিল বলেন আওয়ামী লীগের সভাপতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭১ বছর বয়স পর্যন্ত ড. ইউনুস বেআইনীভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছে, এ নিয়ে মামলা করে সে হেরে যায়। বিশ্বব্যাংক তাঁর কথায় পদ্মাসেতুর ফান্ড বন্ধ করে দেয়, পরে আমরা নিজস্ব অর্থায়নে করি।’

Share This Article


কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি

নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান, ওআইসি ও আরব লীগ

মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ভেঙেছে বিএনপি

ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা

দুই পুলিশ কমিশনার, পাঁচ এসপি ও এক ডিসিকে প্রত্যাহারের নির্দেশ

সরকারি সেবা আরো সহজ করতে ‘৩৩৩ স্মার্টসাথী’

মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না জাতিসংঘ: ডুজারিক

আদম তমিজী হক গ্রেপ্তার

মানবাধিকার দিবস ঘিরে বিএনপি নাশকতার চেষ্টা করছে: কাদের

যুক্তরাষ্ট্রের নতুন মানবাধিকার নিষেধাজ্ঞার তালিকায় নেই বাংলাদেশ