লংকাবাংলার ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:০৬, বুধবার, ১ জুন, ২০২২, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৯

নিজস্ব প্রতিবেদক: নগদ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করলো পুঁজিবাজারের তালিকাভূক্ত লংকাবাংলা ফাইন্যান্স। মঙ্গলবার (৩১ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ২৫তম বার্ষিক সাধারণ সভা এই সিদ্ধান্ত হয়েছে।
লংকাবাংলার চেয়ারম্যান মোহাম্মদ এ. মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডাররা যুক্ত ছিলেন।
এ সময় ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং নগদ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা, কর্মপরিকল্পনা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।
বিষয়ঃ
বাংলাদেশ