যুক্তরাষ্ট্রের স্কুলে আবার গুলি, নিহত ১
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:২৮, বুধবার, ১ জুন, ২০২২, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৯

ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আবারও গুলির ঘটনা ঘটেছে। আর এতে নিহত হয়েছেন একজন বয়স্ক নারী, আহত হয়েছেন আরও দু’জন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গুলির এই ঘটনা ঘটে।
নিউ অরলিন্স শহরের পুলিশ জানিয়েছে, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেছেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গিয়েছিলেন।
এর আগে গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন।
সূত্র: সিএনএন
বিষয়ঃ
মার্কিন যুক্তরাষ্ট্র