বিরোধীদের তৎপরতা বাড়ায় এবার মাঠে নামছে আ.লীগ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৬, বুধবার, ১ জুন, ২০২২, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৯

ভোটের আগের বছর বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা বাড়ার মধ্যে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতাদের বক্তব্য এবং কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।

 

গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার দুই মেয়রের সঙ্গে আওয়ামী লীগের যৌথসভায় ধারাবাহিক কর্মসূচির সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, এগুলো রাজনৈতিক ভাষা নয়। ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’- এমন স্লোগানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ৪ জুন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগ। আর ঢাকা মহানগর উত্তর করবে ৮ জুন, ঢাকা মহানগর দক্ষিণ করবে ১০ জুন।

মহিলা আওয়ামী লীগ ১ জুন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক।

২ জুন যুব মহিলা লীগ সমাবেশ করবে। ৪ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে স্বেচ্ছাসেবক লীগ। একই দিন কৃষক লীগেরও বিক্ষোভ সমাবেশ হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্য ‘হত্যার হুমকিস্বরূপ’ এবং ‘কুরুচিপূর্ণ’ দাবি করে গত ২২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করেছিল ছাত্রদল। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে ঢুকতে বাধা দিচ্ছে ছাত্রলীগ। এ নিয়ে গত ২৫ ও ২৬ মে দুই পক্ষের সংঘর্ষও হয়।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা নিয়মিত কর্মসূচি করে যাচ্ছি, সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করব, সেটা আপনাদের শিগগিরই জানাব। তবে এ মুহূর্তে যেন ক্যাম্পাসে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে কারণে সতর্ক অবস্থানে থাকতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।’

Share This Article


নির্বাচনি এলাকায় শেখ হাসিনা

কোটালীপাড়া আওয়ামী লীগ অফিসে প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নির্বাচনের প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে : ইসি আলমগীর

ডিপ্লোম্যাটিক প্যানিক ১০ ডিসেম্বর!

৩৩৮ থানার ওসি বদলিতে ইসির অনুমোদন

আন্তর্জাতিক ৩ বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

দুই দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সৌদি আরব: প্রধানমন্ত্রী

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন মিলার

সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী