রাশিয়ার আরএম-৩ জাহাজটি মারিউপোল ছেড়েছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৬, মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯

অনলাইন ডেস্ক:
স্টিল বোঝাই করতে গত সপ্তাহে ইউক্রেনের মারিউপোলে একটি দৈত্যকার জাহাজ নিয়ে আসে রাশিয়া।

সেই জাহাজটি মারিউপোল থেকে ২ হাজার ৫০০ টন স্টিল বোঝাই করে রাশিয়ার রোস্তোভের উদ্দেশে ছেড়ে গেছে।

রাশিয়ার দোনবাসের বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুসিলিন নিশ্চিত করেন এমন তথ্য।

টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার দেনিস পুসিলিন বলেন, আরএম-৩ জাহাজটি ২ হাজার ৫০০ টন হট রোল স্টিল নিয়ে পশ্চিম রাশিয়ার রোস্তোভের দিকে গেছে।

দোনেৎস্ক রিপাবলিকের পিপলস মিলিশিয়া বিভাগ আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্য ও নৌ বাহিনীর সদস্যদের কড়া পাহাড়ায় জাহাজটিতে স্টিল বোঝাই করা হয়।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে, রাশিয়া তাদের শস্য ও স্টিল লুট করে নিয়ে যাচ্ছে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া হামলা করার আগে মারিউপোলে ২ লাখ টন লোহা ও স্টিল সামগ্রী ছিল। যার বাজার মূল্য ১৭০ মিলিয়ন ডলার।

সূত্র: সিএনএন

Share This Article