নির্বাচন নিরপেক্ষ করতে কাজ করছে আওয়ামীলীগ সরকার: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:০৭, মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯

ফাইল ফটো
ডেস্ক রিপোর্ট :: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক মান সম্পন্ন নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেন, বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কার মতো হবে না।
মঙ্গলবার (৩১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সংবাদকর্মীদের সংগঠন ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অস্ত্র প্রযুক্তি হস্তান্তর চুক্তি-জিসোমিয়া এবং নৌ পরিবহনের ক্ষেত্রে-আকসার মতো দুটি চুক্তির খসড়া তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়ার্কিং কমিটি এদেশে আসবে।
স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে এবার মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলেছেন, জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
মার্কিন রাষ্ট্রদূত বললেন, বিশ্বের অন্যান্য দেশের মতোই এখানেও আন্তর্জাতিক মান সম্পন্ন নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
বিষয়ঃ
মার্কিন যুক্তরাষ্ট্র