আরিজিৎ সিংকে আন্ডারওয়ার্ল্ড ডনের হুমকি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৮, মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১৭ জ্যৈষ্ঠ ১৪২৯

বলিউডি গায়ক অরিজিত সিং। ভারতে অন্যসব গায়কদের থেকে এগিয়ে রয়েছেন তিনি জনপ্রিয়তায়। তার ভক্ত রয়েছে অসংখ্য। তাকেও সিধু মুসেওয়লার মতো খুনের হুমকি দেয়া হয়েছিল বলে জানা গেল।

গতকাল ২৯ মে খুন হয় পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা। তার খুনের পর উঠে এলো নতুন তথ্য।

জানা যায়, সিধুর মতো অরিজিৎ সিংয়ের কাছেও হুমকি ভরা ফোন এসেছিল আন্ডারওয়ার্ল্ড থেকে। আন্ডারওয়ার্ল্ডের এমন হুমকি পেয়েছেন বলি পারায় অনেকেই।

হিন্দুস্তান টাইম খবর প্রকাশ করেছে, মুম্বাই মিরররকে দেওয়া এক সাক্ষাৎকারে অরিজিৎ বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানান, ২০১৫ সালে এক গ্যাংস্টারের কাছ থেকে তার ম্যানেজার তারসেনের কাছে ফোন আসে। ফোনটি করেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। প্রথমে ৫ কোটি টাকা দাবি করা হয় তার কাছে।

সে সময় এতো টাকা জোগার করতে পারেননি। তাই ফ্রিতে বেশ কয়েকটি শো করতে হয়েছিল অরিজিৎকে।

তিনি আরও জানান, এক প্রোমোটারের সঙ্গে সেই সময় বাজেট নিয়ে কথা হচ্ছিলো। অনেক কম টাকায় শো করতে বলছিল। তবে তিনি রাজি ছিলেন না। সেই প্রোমোটারের যোগাযোগ ছিল আন্ডারওয়ার্ল্ডের ডন রবি পূজারির সঙ্গে। তারপরেই আমার ম্যানেজারের কাছে ফোন আসে এবং চাপ দিচ্ছিলো কয়েকটা শোতে ফ্রিতে গান গাইতে। পরে ম্যানেজার ভয় পেয়ে আমাকে সব জানায়। আমি পুলিশে অভিযোগও করেছিলাম।

সদ্য খুন হওয়া পাঞ্জাবি গায়ক সিধুও কয়েক বছর ধরে এরকম ফোন পাচ্ছিলেন বলে জানা যায়।

এদিকে সোমবার ৩০ মে এ জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতাকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার।

 

Share This Article


সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, শতাধিক পর্যটক আটকা

গাজা ‘ছাড়ো নয় মরো’

বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন মিলার

সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

ব্রিটিশ পার্লামেন্টে প্রথম পরাজয় প্রধানমন্ত্রী সুনাকের

সারা দেশে আরও ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু

কমবে ঢাকার তাপমাত্রা, হতে পারে বৃষ্টি

যেসব এলাকার জমি-ফ্ল্যাট নিবন্ধন কর কমলো

ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধ: ওবায়দুল কাদের

তীব্র গতিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‌‘মিগজাউম’