বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশ্বকাপজয়ী তারকা কারেম্বু আসছেন ঢাকায়

আগামী ৮ জুন দেড়দিনের এক সফরে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি। শুধু বিশ্বকাপের ট্রফিই নয়, তার সঙ্গে এবার ঢাকা সফরে আসছেন বিশ্বকাপজয়ী এক তারকাও।
১৯৯৮ সালের ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ক্রিস্টিয়ান কারেম্বুও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকা সফর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
তিনি জানান, ফিফা থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে একজন ফিফা লিজেন্ড থাকবেন ট্রফির সঙ্গে। ফিফার ট্রফি সফরে কমার্শিয়াল পার্টনার কোকাকোলার সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষ্যে সামনে আরো বিস্তারিত জানানো হবে।
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কারেম্বু। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ খেলেছেন গুরুত্বপূর্ণ ম্যাচ। ফরাসিদের জার্সি গায়ে কারেম্বু মাঠে নেমেছেন অর্ধশতাধিকেরও বেশি ম্যাচে।