নতুন করে ৪ সাংগঠনিক জেলায় কমিটি দিলো বিএনপি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:০৩, সোমবার, ৩০ মে, ২০২২, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী ও কুমিল্লাসহ চার সাংগঠনিক জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নরসিংদী জেলায় ৬১ সদস্যের, কুমিল্লা মহানগরে ৪৪ সদস্যের, কুমিল্লা উত্তরে ৪১ সদস্যের এবং কুমিল্লা দক্ষিণে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

৬১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে, খায়রুল কবির খোকনকে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদেও রয়েছেন। এছাড়া সদস্য সচিব হয়েছেন মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, সুলতান উদ্দিন মোল্লা, এম এ জলিল অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূঁইয়া, আবু সালেহ চৌধুরী, দ্বীন মো. দিপু, হারুন-অর-রশিদ হারুন, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আমিনুল হক বাচ্চু, ফাইজুর রহমান ও মহসিন হোসাইন বিদ্যুৎ।

৪৪ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক হয়েছেন- আমিরুজ্জামান আমির এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। যুগ্ম আহ্বায়ক হলেন-শওকত আলী বকুল, রাজিউর রহমান রাজিব, হাজী জসিম উদ্দিন, আতাউর রহমান ছুটি, শাহ আলম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার, সেলিম খান, অ্যাডভোকেট হোসেন, মাহাবুবুর রহমান দুলাল, মুজাহিদ চৌধুরী, রেজাউল হক আখি, বিল্লাল হোসেন, শহীদুল্লাহ রতন ও উৎবাদুলবারি আবু।

৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে- মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি। যুগ্ম আহ্বায়ক হলেন- মো. আবুল হাসেম, সৈয়দ তৌফিক আহম্মেদ (তৌফিক মীর), রমিজ উদ্দিন লন্ডনী, আতিকুল আলম শাওন ও মো. মহিউদ্দিন।

৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক হয়েছেন- হাজী আমিনুর রশীদ ইয়াছিন এবং সদস্য সচিব হাজী জসিম উদ্দিন। যুগ্ম আহ্বায়ক হলেন- অ্যডভোকেট আলী আক্কাস, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অধ্যাপক সরওয়ার জাহান দোলন, নজির আহমেদ ভুইয়া ও রেজাউল কাইয়ুম।

বিষয়ঃ বিএনপি

Share This Article


মানবাধিকার দিবস ঘিরে বিএনপি নাশকতার চেষ্টা করছে: কাদের

মানববন্ধনে নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না: ওবায়দুল কাদের

১৪ ও ১৬ ডিসেম্বর নতুন কর্মসূচি বিএনপির

জাতীয় পার্টিতে উৎকণ্ঠা

রবিবার মানবাধিকার দিবসে মানববন্ধন করবে বিএনপি

আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিলে এ কে আজাদের আপিল

বিএনপি ও তার দোসররা নিষেধাজ্ঞার যোগ্যতা অর্জন করেছে : কাদের

আজ হেফাজতে ইসলামের বিক্ষোভ

আ.লী‌গের সঙ্গে সম‌ঝোতা হয়‌নি, প্রয়োজনও নেই: জাপা

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বৃষ্টিতে ভিজে রিজভীর নেতৃত্বে মিছিল