পুতিনের অসুস্থতার বিষয়টি উড়িয়ে দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৬, সোমবার, ৩০ মে, ২০২২, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯

অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অসুস্থ। এমন খবর উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ ব্যাপারে ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ানকে ল্যাভরভ বলেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আপনারা তাকে টিভির পর্দায় দেখতে পান, তার বক্তব্য পড়েন, তার বক্তব্য শোনেন।

তিনি আরও বলেন, আমি মনে করি না কোনো বোধসম্পন্ন লোক এই ব্যক্তির (পুতিনের) মধ্যে কোনো রোগ বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন। আমি এটি তাদের বিবেকের কাছে ছেড়ে দিতে চাই যারা এরকম গুজব ছড়াচ্ছে প্রতিদিন সুযোগ থাকা সত্ত্বেও এ বিশ্বে কোন ব্যক্তি দেখতে কেমন।

এদিকের পুতিন গুরুতর অসুস্থ এ বিষয়টি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে প্রায়ই বিষয়টি অস্বীকার করা হয়।

একজন ব্রিটিশ গোয়েন্দাও দাবি করেছিলেন পুতিন গুরুতর অসুস্থ। তার চিকিৎসা চলছে। তাছাড়া পুতিনের একজন ঘনিষ্ঠ ধনকুবেরের একটি অডিও বার্তা ফাঁস হয়। সেই অডিওতে ওই ধনকুবের জানান পুতিনের ক্যান্সার হয়েছে।

পুতিনের অসুস্থতা নিয়ে ল্যাভরভের এ ভিডিওটি রাশিয়ার নিজস্ব ভিডিও শেয়ারিং সাইট আরইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইউটিউবের রাশিয়ান ভার্সন হলো আরইউটিউব। 

বিষয়ঃ রাশিয়া

Share This Article