পুতিন-জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান

ইউক্রেন-রাশিয়ার চলমান সংকট নিরসনে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইউক্রেনিয়ান নিউজ
তুরস্কের প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট ফর কমিউনিকেশনস রিলেশনস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এর আগে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান।
ক্রেমলিনের মুখপাত্র জানায়, এরদোয়ান বলেছেন, আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হওয়ার স্বপ্ন দেখি। কিন্তু মনে হচ্ছে দিনকে দিন এ যুদ্ধ নেতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে।সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। আমরা উভয়পক্ষকে আলোচনা এবং কূটনৈতিক পথকে ব্যবহারের আহ্বান জানাতে থাকব।
২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।