রাজধানীর বংশালে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:২৪, সোমবার, ৩০ মে, ২০২২, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯

রাজধানীর বংশাল মহৎটুলি এলাকায় পন্যা (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। রবিবার (২৯ মে) রাতে মহৎটুলির একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে পন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনার পর থেকেই তার স্বামীকে পাওয়া যাচ্ছেনা। নিহত নারীর নাম ঠিকানাসহ বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে (মিটফোর্ড) পাঠানো হবে।
বিষয়ঃ
হত্যা