পদ্মা সেতুর কারণে বাড়বে কোরবানির পশুর সরবরাহ

ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, যশোর থেকে পশু নিয়ে খামারিরা সরাসরি রাজধানীতে আসেন ভালো দামের আশায়।কিন্তু যাতায়াত ও পরিবহন সমস্যার কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ আশানুরূপ হয়না সবসময়।তবে এবার পদ্মা সেতু চালু হলে এসব সমস্যা দূর হবে এবং পশু সরবরাহ বৃদ্ধি পাবে ।
জানা যায়, পরিবহন খরচ কমাতে অধিকাংশ পশু ব্যবসায়ী ট্রলারে পশু নিয়ে রাজধানীতে আসেন। বাকিরা আনেন ট্রাকে। পদ্মা পার হতে এসব ট্রাকের জন্য এতদিন ফেরিই ছিল একমাত্র ভরসা।
বিড়ম্বনার সঙ্গে যুক্ত হতো বাড়তি খরচ। অনেক সময় ফেরিঘাটে অসুস্থ পশু জবাই করে কম দামে মাংস বিক্রির নজিরও রয়েছে।
পদ্মা সেতু চালুর পর আর পশুবাহী গাড়িগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
অতিরিক্ত গরম বা ঠান্ডায় পশুর মৃত্যুর আশঙ্কাও থাকবে না। এ বছর পদ্মা সেতু দিয়ে ট্রাক পার হবে বলে ব্যাপারীরা খুব একটা টেনশনে নেই।
সময় কম লাগবে বলে ব্যবসায়ীরা রাজধানীর বাজারে পশু বিক্রি করে দ্রুত ফিরেও যেতে পারবেন।
এতে ট্রাক মালিকরা পাবেন অতিরিক্ত ট্রিপ দেওয়ার সুযোগ। কমবে যানবাহন সংশ্লিষ্ট কর্মীদের খরচ ও সময়।
এসব কারণে এবার ঢাকায় কোরবানির পশুর সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন পশু ব্যবসায়ী ও খামারিরা।
উল্লেখ্য, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।