ঢাকা হয়ে আগরতলা কলকাতা বাস চলবে ১০ জুন থেকে

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ১০ জুন ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস চলাচল শুরু হচ্ছে।
আগামী ১ জুন থেকে শুরু হবে এ বাসের টিকেট বিক্রি। ২৯ মে ত্রিপুরা সরকার এ ঘোষণা দিয়েছে।
করোনাভাইরাসের কারণে প্রায় দুবছর এ রুটে বাস চলাচল বন্ধ ছিল। সংক্রমণ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় গত ২৮ এপ্রিল থেকে বাস চালুর কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়।
ত্রিপুরার পরিবহন দফতরের আধিকারিক জানিয়েছেন, আগামী ১ জুন থেকে কৃষ্ণনগরে ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের কাউন্টারে আগরতলা থেকে কলকাতাগামী (ঢাকা হয়ে) বাসের টিকেট মিলবে। যাত্রীপ্রতি ভাড়া দুই হাজার ৩০০ রুপী।
টিআরডিসির ম্যানেজিং ডিরেক্টর রাজেশ কুমার দাস জানান, ঢাকা হয়ে আগরতলা-কলকাতা রুটে বাস চালানোর জন্য দুদেশের অনুমোদন মিলেছে। এ বাস চালুর জন্য সীমান্তে শুল্ক ও অন্য দফতরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে। ফলে এ রুটে বাস চলাচলে আর কোন বাধা নেই।