বাংলাদেশে ধান কাটার যন্ত্র তৈরির কারখানা করবে জাপান!

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধান কাটতে শ্রমিক পাচ্ছে না কৃষকরা এমন সংবাদ গণমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এবার এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে সরকার।
বাংলাদেশে ধান কাটার যন্ত্র (কম্বাইন হারভেস্টার) তৈরির কারখানা স্থাপন করবে জাপানি কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমার। তারা ২০২৪ সালের শুরুতে স্থানীয়ভাবে উৎপাদনে যাবে।
২৪ মে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সঙ্গে এক বৈঠকে ইয়ানমারের বিজনেস হেড সোগো ডেট এ কথা জানিয়েছে। দেশের এসিআই মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
দেশের নিম্ন আয়ের মানুষ অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়ায় কৃষিতে শ্রমিকের ঘাটতি প্রকট হচ্ছে। ফলে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ ছাড়া সনাতন পদ্ধতিতে ধান কাটায় খরচ অনেক বেশি ও সময় সাপেক্ষ। অন্যদিকে কম্বাইন হারভেস্টারে ধান কাটলে সময় ও খরচে হবে সাশ্রয়।
উল্লেখ্য, কম্বাইন হারভেস্টার ঘণ্টায় তিন থেকে চার বিঘা জমির ধান কাটতে পারে। জ্বালানি খরচ হয় ঘণ্টায় চার লিটার।