খেলোয়াড়কে কুপ্রস্তাব, পিএসজি কোচ বরখাস্ত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৪, বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এর নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ওলে নিকোলকে সাময়িক বরখাস্ত করেছে ক্লাবটি। 

তবে স্থানীয় গণমাধ্যমগুলো মনে করছে, একাধিক নারী ফুটবলারকে কুপ্রস্তাব দেওয়ায় ৬০ বছর বয়সি এই কোচের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে ক্লাবটি।

পিএসজি ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নারী ফুটবলারেরা (কোচের) যেসব কর্মকাণ্ড ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন, সে ব্যাপারে আমরা বিস্তারিত জানতে পেরেছি। তথ্য ও মন্তব্যগুলো সত্যি হয়ে থাকলে দুঃখজনক। এগুলো পিএসজির খেলোয়াড়সুলভ আচরণ ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ক্লাবটি আরো জানিয়েছে, ‘আমরা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। তথ্য-মন্তব্য নিয়ে তদন্ত চলবে। সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষার্থে নারী দলের কোচকে সমঝোতার মাধ্যমে ছুটিতে পাঠানো হয়েছে।

গত জুলাই মাসে নিকোল পিএসজি নারী দলের দায়িত্ব নেওয়ার পর দলটিকে নারী লিগওয়ানের চ্যাম্পিয়ন করার পাশাপাশি নারী চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও উঠিয়েছিলেন দলকে।

Share This Article