র্যাবের ওপর হামলা, ২ জনকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
তাদেরকে প্রথমে ফেনী এবং পরে সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারৈয়ারহাট পৌরবাজারে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ তিনি বলেন, আজ আমাদের একটি অভিযান ছিল। অভিযানের প্রথম গাড়িতে যারা ছিলেন তাদের ওপর ডাকাত বলে হামলা চালানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আমরা প্রথমে ফেনী পাঠিয়েছি। সেখান থেকে দুইজনকে ঢাকায় নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেলা পুলিশের মিরসরাই সার্কেল এসপি লাবীব আব্দুল্লাহ বলেন, আজ সন্ধ্যায় র্যাবের তিন সদস্যকে স্থানীয়রা হামলা চালিয়ে আহত করেছে। আমরা ঘটনাস্থলে আছি।
এ বিষয়ে র্যাব-৭ এর সদর কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী বলেন, ঘটনা শুনে চট্টগ্রাম থেকে র্যাবের একটি টিম মিরসরাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় বারৈয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি গাড়ি আটক করে তিন জনকে পিটিয়ে আহত করা হয়। এ সময় অন্য একটি গাড়িতে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। আরেক জনকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।