ইউক্রেন আগ্রসনের কথা আগেই চীনা প্রেসিডেন্টকে জানায় পুতিন

অনলাইন ডেস্ক:
ইউক্রেন আগ্রাসন শুরুর আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিষয়টি জানিয়েছিলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন। মার্কিন ধনকুবের ও ব্যবসায়ী জর্জ সোরোস এ তথ্য জানিয়েছেন। জর্জ সোরোস বলেন, ইউক্রেনে আগ্রাসন হঠাৎ করে হয়নি। পুতিন এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগেই জানিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এমন এক জোটে আবদ্ধ যার কোনো সীমা নেই।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্যানেলে বার্ষিক বক্তব্যে জর্জ সোরোস এসব কথা বলেন।
এ সময় সোরোস উল্লেখ করেন, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং ৪ ফেব্রুয়ারি বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা করেছিলেন এবং তাদের মধ্যে সহযোগিতার ‘কোনো সীমা নেই’ ঘোষণা করে একটি দীর্ঘ বিবৃতি জারি করেছিলেন।
তিনি আরও বলেন, ভ্লাদিমির পুতিন শি জিনপিংকে ইউক্রেনে একটি ‘বিশেষ সামরিক অভিযান’ সম্পর্কে জানিয়েছিলেন, তবে এটি স্পষ্ট নয় যে তিনি শি জিনপিংকে ইউক্রেনে পুরো মাত্রার আক্রমণ বিষয়টি জানিয়েছিলেন কী না তা স্পষ্ট নয়।
সোরোস বলেন, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর মধ্যেও অনেক মিল রয়েছে। তারা ভয় দেখিয়ে শাসন করে এবং ফলস্বরূপ তারা ভুল করে।