রেমিট্যান্স পাঠানোর পথ হলো আরও সহজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৫৯, মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

এখন থেকে রেমিট্যান্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই নগদ সহায়তা বা প্রণোদনা পাওয়া যাবে।

 

সরকারের এ সিদ্ধান্তের কারণে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর পথ আরো সহজ হলো।

এত দিন নির্দিষ্ট পরিমাণের বেশি রেমিট্যান্স পাঠালে কাগজপত্র জমা দেওয়া বাধ্যবাধকতা ছিল।

এতে বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা।

২৩ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এখন থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আড়াই শতাংশ প্রণোদনা পাওয়া যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

বর্তমান ডলার সংকট নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।  

উল্লেখ্য পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স পাঠালে প্রণোদনা পেতে বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে কাগজ পাঠানোর বাধ্যবাধকতা ছিল প্রবাসীদের।

Share This Article