রুশ সার্জেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৪, সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯

অনলাইন ডেস্ক:
২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়া সেই তরুণ রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি একটি আদালত।  বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের চুপাখিভকা গ্রামে একটি গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সি অলেক্সান্ডার শেলিপভ নামে এক ব্যক্তিকে মাথায় গুলি করার অভিযোগ তোলা হয় ২১ বছর বয়সী রুশ সার্জেন্ট ভাদিম শিশিমারিনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অলেক্সান্ডার শেলিপভকে হত্যার কথা স্বীকার করলেও অন্যের নির্দেশে তাকে হত্যা করেছিলেন বলে দাবি করেছিলেন ভাদিম। এমনকি নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি।

এদিকে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা জানিয়েছিলেন, তার কার্যালয় ৪১ জন রাশিয়ান সৈন্যের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় বোমা হামলা, ধর্ষণ ও লুটপাটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।

অবশ্য সন্দেহভাজন সেনাদের মধ্যে কতজন ইউক্রেনে আটক রয়েছেন আর কতজনকে তাদের অনুপস্থিতিতেই বিচারের মুখোমুখি করা হবে তা স্পষ্ট করা হয়নি।

Share This Article