মিরপুর টেস্ট : টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৬, সোমবার, ২৩ মে, ২০২২, ৯ জ্যৈষ্ঠ ১৪২৯

রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। 

এতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

টাইগার একাদশে আজ দুই পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াউইকরামা, কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।

Share This Article