থাবা মেরে মাঝিকে নিয়ে গেল সুন্দরবনের বাঘ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩১, রবিবার, ২২ মে, ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

সুন্দরবনে থাবা মেরে কাউছার নামে এক মাঝিকে ধরে নিয়ে গেছে বাঘ। শনিবার (২১ মে) সকাল ১০টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকির ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (২২ মে) সকালে ফরেস্ট অফিসের তত্ত্বাবধানে ওই মাঝিকে উদ্ধার অভিযান শুরু হয়।

কাউছার ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি নৌকার মাঝি ছিলেন।

জানা গেছে, শনিবার ঘটনার পর সঙ্গে থাকা সহযোগীরা অনেক চেষ্টা করেও ওই মাঝিকে উদ্ধার করতে পারেননি।

সহযোগী জেলেরা উদ্ধারে ব্যর্থ হয়ে মোবাইলে বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৯টায় বন বিভাগ ও স্থানীয়দের ২৫ জনের একটি দল দুর্ঘটনাকবলিত এলাকায় যায়। তারা কাউছারকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডা. শরিফ উদ্দিন জানান, বন বিভাগ ও স্থানীয় কিছু সাহসী মানুষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, এ ঘটনায় বন বিভাগের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের অনুমতি নিয়ে সুন্দরবনে যায় ১৩ সদস্যের একটি মধু আহরণকারী দল।

Share This Article