ঢাকার কিছু অংশে গ্যাস সরবরাহ থাকবে না আজ
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:২৫, শনিবার, ২১ মে, ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯

ফাইল ফটো
মিরপুর ১, ২, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদী এবং মিরপুর ডিওএইচএসের বাসিন্দারা গ্যাস সরবরাহের সংকটে পড়বেন।
ঢাকার মিরপুর এলাকায় আজ (২১ মে) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইন রক্ষণাবেক্ষণের কারণে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদী এবং মিরপুর ডিওএইচএসের বাসিন্দারা গ্যাস সরবরাহের সংকটে পড়বেন, বিবৃতিতে বলা হয়েছে।
সংলগ্ন এলাকায় বসবাসকারী লোকেরাও কম গ্যাসের চাপের সম্মুখীন হতে পারে বলে জানানো হয়েছে।
বিষয়ঃ
বাংলাদেশ