ইউক্রেনের সেই আজভ যোদ্ধা রাশিয়ার হেফাজতে

অনলাইন ডেস্ক:
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানার বেশ কয়েকটি আলোচিত ছবি শেয়ার করে আলোচনায় আসা সেই আজভ যোদ্ধাকে রুশ বাহিনী ধরে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দিমিত্রো কোজাতস্কি অবরুদ্ধ স্টিল কারখানার ভিতরে লুকিয়ে থাকা আহত সৈন্যদের ছবি পোস্ট করেছেন। ছবিগুলো বিশ্বব্যাপী শিরোনামে এসেছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি এক টুইটার পোস্টে তিনি রুশ বাহিনীর হাতে ধরা পড়ার ইঙ্গিত দিয়ে বলেন, যাইহোক, আমি বন্দী থাকাকালীন আমি আপনাদের সেরা মানের ছবিগুলোদেব। ছবিগুলোকেত সাংবাদিকতা পুরস্কার এবং ফটো প্রতিযোগিতায় পাঠাবেন। কোনো ছবির জন্য পুরস্কার জিতলে মুক্তির পর খুব ভালো লাগবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।
এদিকে, আজভস্টাল স্টিল কারখানায় শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলা ইউক্রেনীয় বাহিনীর সশস্ত্র ইউনিট আজভ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল ডেনিস প্রোকোপেনকো বলেছেন, তাদের ‘প্রতিরোধ ব্যবস্থা’ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
অন্যদিকে, আভজস্টালের প্রায় দুই হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই সংখ্যক সৈন্য আত্মসমর্পণ করেছে বলে ধারণা করছে।