মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল বিক্রি বেড়েছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২০, শুক্রবার, ২০ মে, ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে। ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী জাওয়াদ ওউজি এসব তথ্য জানিয়েছেন। ডলার এড়িয়ে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের বিনিময়ে ইরান তেল রপ্তানি করছে বলেও তিনি উল্লেখ করেন।

তেল ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত। তবে বিগত মার্কিন সরকারের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। ইরান নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নেয়। মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল রপ্তানির সুযোগ তৈরি করে।

তেহরানের এ কৌশলটি বেশ কাজে দিয়েছে। পাশাপাশি ডলার এড়াতে ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশের সাথে নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের বিনিময়ে তেল রপ্তানির চুক্তি করেছে দেশটি। এতে ওই দেশগুলোও বৈদেশিক মুদ্রা হিসেবে ডলার সংগ্রহ ও ব্যয়ের হাত থেকে রক্ষা পায়। এ কৌশলে উভয় পক্ষই লাভবান হওয়ায় তেল রপ্তানি বেড়েছে।

ওউজি গতকাল আরো জানান, রাশিয়ার জ্বালানি খাতের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর বাজার পরিস্থিতি কিছুটা পাল্টেছে। সেক্ষেত্রেও ইরান আগের ক্রেতাদের ধরে রেখে নতুন ক্রেতা খোঁজার কাজ করে যাচ্ছে।

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী সম্প্রতি ল্যাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে সফরে যান। ১০ দিনব্যাপী ওই সফর প্রসঙ্গে তিনি বলেন, এ সফরে বেশ কয়েকটি দেশে তেল রপ্তানি বৃদ্ধির চুক্তি হয়েছে। এসব চুক্তি অনুযায়ী নগদ অর্থ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের বিনিময়ে ইরান থেকে তেল নেবে এসব দেশ।

Share This Article


পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ

বাইডেনের ছেলের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

জাতিসংঘের মহাসচিবের দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

মৃত্যুর বিভীষিকা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৩৫০

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন পুতিন

এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে এরদোয়ানের সতর্কতা

বিদেশি শিক্ষার্থীদের জন্য খরচ দ্বিগুণ করলো কানাডা

বিশ্বকে বাংলাদেশে নজর দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ান সিনেটরের

রাজ্য সরকারের কাছে বাংলাদেশিদের তথ্য চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট

জাপানে চালু হল বিশ্বের বড় নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো ইফতার

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ১৭ মার্চ