ডনবাস অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জেলেনস্কি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১৪, শুক্রবার, ২০ মে, ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

অনবরত বোমাবর্ষণে ডনবাস অঞ্চলকে নরক বানিয়ে ফেলেছে রাশিয়া। এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘দখলদাররা ডনবাসে আরও বেশি চাপ প্রয়োগের চেষ্টা করছে। এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা এবং উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা।’

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখল করতে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। 

Share This Article