ডিএমপির এএসআই সুব্রতকে ফেনসিডিলসহ গ্রেফতার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫৬, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ২৯ অগ্রহায়ণ ১৪২৮
ডিএমপির এএসআই সুব্রত
ডিএমপির এএসআই সুব্রত

মিরপুর প্রতিনিধি:
রাজধানীর রূপনগর থানার এএসআই সুব্রতকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব। কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় আসার সময় সোমবার তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এএসআই সুব্রত রাজধানীর মিরপুর এলাকার রূপনগর থানায় কর্মরত।

ফেনসিডিল জব্দের ঘটনায় সোমবার রাতে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় মামলা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ।

এএসআই সুব্রত সরকারকে আটকের বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের পল্লবী জোনের দায়িত্বে থাকা এডিসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা এখনো বিস্তারিত কিছু জানি না। তিনি কুমিল্লায় আটক হয়েছেন।

এডিসি আরিফুল ইসলামের ভাষ্য, কুমিল্লা থেকে পাঠানো তথ্যে তিনি বিষয়টি জানেন। তবে এডিসি নিশ্চিত করেন- সোমবার এএসআই সুব্রত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর জানান, এএসআই সুব্রতকে ৯৯ বোতল ফেনসিডিলসহ সোমবার আটক করে র‌্যাব। রাতেই র‌্যাব বাদী হয়ে মামলা করে। তার সঙ্গে আরেকজনকেও আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এএসআই সুব্রত দীর্ঘদিন ধরে ডিএমপির মিরপুর বিভাগে কর্মরত রয়েছেন। তিনি রূপনগর থানায় এসআই মাসুদের সহযোগী হিসেবে কাজ করতেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে আগামীকাল

মস্কোতে আইএসের হামলার সামর্থ্যে বিশ্বাস নেই রাশিয়ার

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কাতারের আমিরের বাংলাদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্য খেলি: সাকিব

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

কেরানীগঞ্জে অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল দেখতে যাচ্ছেন ভুটানের রাজা ওয়াংচুক

বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: মিলার