সম্রাটের জামিন বাতিল: হাইকোর্ট

যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছে হাইকোর্ট। বুধবার, তার জামিন বাতিল করে হাইকোর্ট। এ সময় সাতদিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেয়া হয়েছে।
এ সময় হাইকোর্ট জানায়, বহিস্কৃত যুবলীগ নেতা সম্রাটকে আইন মেনে জামিন দেননি নিম্ন আদালত। ঘোড়ার আগে গাড়ি চালিয়েছেন তিনি। মেডিকেল রিপোর্ট না নিয়ে আগে জামিন দিয়েছেন। বিচারিক মানসিকতার প্রয়োগ করেনি সেই বিচারক।
গত ১১ই মে সব মামলায় তিন শর্তে জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো-আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।
২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।এই মামলায় শর্তসাপেক্ষে জামিন পান ইসমাইল চৌধুরী সম্রাট।