এবার রাশিয়া থেকে চলে যাচ্ছে ম্যাকডোনাল্ডস

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০৩, সোমবার, ১৬ মে, ২০২২, ২ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল  ফটো
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:
বিশ্বের বৃহত্তম বার্গার চেইন ম্যাকডোনাল্ডস সোমবার জানিয়েছে,তারা  রাশিয়ায় তাদের ব্যবসা বিক্রি করে দেবে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে মানবিক বিপর্যয়ের কারণ ও ব্যবসা চালানোর মতো অবস্থা না থাকায় তারা রাশিয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ায় ৩০ বছর আগে নিজেদের কার্যক্রম শুরু করেছিল শিকাগো ভিক্তিক বার্গার চেইন ম্যাকডোনাল্ডস।

রাশিয়া যখন ইউক্রেনে প্রথম হামলা করে তখন রাশিয়ায় অস্থায়ীভাবে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস। রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ৮০০ এর বেশি দোকান আছে।  

কিন্তু ওই সময় কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, নিজেদের কার্যক্রম বন্ধ করলেও ম্যাকডোনাল্ডস রাশিয়ায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে বেতন দিয়ে যাবে তারা।

রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের যেসব দোকান আছে তার ৮৪ ভাগের মালিকানা ছিল ম্যাকডোনাল্ডসের নিজের।

ম্যাকডোনাল্ডসের দেওয়া তথ্য অনুযায়ী তারা প্রতিবছর সারা বিশ্বের সকল দোকান থেকে যত অর্থ লাভ করত তার ৯ ভাগই আসত রাশিয়া ও ইউক্রেন থেকে। যার পরিমাণ প্রায় ২ বিলিয়ন ইউরো।

ফলে রাশিয়া থেকে ব্যবসা বিক্রি করে চলে গেলে ম্যাকডোনাল্ডসের লাভের ১০০ ভাগের প্রায় ১০ ভাগই কমে যাবে।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

বিষয়ঃ রাশিয়া

Share This Article