শিল্পী আসিফের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ প্রকাশ

প্রকাশ পেয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটি নিয়ে আসিফ বলেন, ‘যারা সত্য পছন্দ করে তাদের ভালো লাগবে। যারা লুকিয়ে দেখতে পছন্দ করে এবং গোপনে কাজ করে তাদের সমস্যা।’
ছোটবেলা থেকেই ক্রিকেটপাগল আসিফ নিজের জীবনীগ্রন্থের নামকরণেও রেখেছেন ক্রিকেট সম্পৃক্ততা।
অনুষ্ঠানে আসিফের কথা থেকেই জানা গেল, বইটিতে তার জীবনের নানা না বলা ঘটনাপ্রবাহ উঠে এসেছে।
আসিফের সংগীতজীবনের যাত্রা যাদের সঙ্গে শুরু, তাদের নিয়েই বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, গীতিকবি গোলাম মোর্শেদ, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, মুহিন, কাজী শুভসহ অনেকে।
‘আকবর ফিফটি নটআউট’ বইটির অনুলেখক সোহেল অটল। এটি প্রকাশ করেছে সাহস প্রকাশনী।