বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
প্রথম বোলার হিসেবে শততম ইনিংসে বল করলেন সাকিব

ম্যাচের ৩৬ তম ওভারে বাঁহাতি এ স্পিনার আসেন আক্রমণে। সে ওভারে এক রান দিলেও পরের ওভারটি মেইডেন আদায় করে নেন সাকিব। তৃতীয় ওভারে দেন দুই রান।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আক্রান্ত হন করোনায়। শ্রীলঙ্কা সিরিজের আগ মুহূর্তে নেগেটিভ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেন তিনি অনুশীলনে। ফিটনেসের প্রমাণ দিয়ে নিজের জায়গা নিশ্চিত করেন সেদিনই।
দলের সঙ্গে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পান সাকিব। স্বল্প দৈর্ঘ্যে সে অনুশীলন সেশনে বল হাতে একবারও দেখা যায়নি তাকে। ব্যাট হাতে বড় শট অনুশীলন করে শেষ করেন প্রস্তুতি।
তাতে ম্যাচের দিন সাকিবের হাতে বল তুলে দিতে দ্বিধা করেননি অধিনায়ক মুমিনুল হক। ম্যাচের ৩৬ তম ওভারে বাঁহাতি স্পিনার আসেন আক্রমণে। সে ওভারে এক রান দিলেও পরের ওভারটি মেইডেন আদায় করে নেন সাকিব। তৃতীয় ওভারে দেন দুই রান।
এই ইনিংসে বল হাতে নিয়েই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে শততম ইনিংসে বোলিং করেন সাকিব।
শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেট থেকে প্রায় দুই সপ্তাহ দূরে ছিলেন সাকিব। অনুশীলনের সময় তাকে দেখে বোঝার উপায় ছিল না করোনা ও ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি।
সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপরের পাঁচ মাসে বাংলাদেশ দুটি টেস্ট সিরিজ খেললেও সাকিব ছিলেন না একটিতেও।
সাউথ আফ্রিকা সিরিজে সাকিবের খেলার কথা ছিল। কিন্তু পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে আসেন তিনি। শ্রীলঙ্কা সিরিজেও সাকিবের থাকা নিয়ে শঙ্কা ছিল। সব শঙ্কা উড়িয়ে ঠিকই মাঠে নেমেছেন তারকা এই ক্রিকেটার।