সাকিবকে চান না ডমিঙ্গো!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৬, শুক্রবার, ১৩ মে, ২০২২, ৩০ বৈশাখ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই করোনা টেস্টে পজিটিভ ফল আসে সাকিব আল হাসানের। এতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চয়তায় পড়ে।

 

তবে বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে এই অলরাউন্ডারের।  যে কারণে সাকিব প্রথম টেস্টে খেলতে পারবেন কিনা, এ নিয়ে-ই এখন চলছে আলোচনা।

সাকিব ফিটনেস টেস্ট দিতে ইতোমধ্যে রওনা দিয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

সাকিব চট্টগ্রাম টেস্ট খেলতে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

কিন্তু হেড কোচ রাসেল ডমিঙ্গো চান না সাকিব চট্টগ্রাম টেস্টে খেলুক। সম্পূর্ণ ফিট না হলে সাকিবকে খেলাতে রাজি নন।

করোনামুক্ত সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘সাকিবকে দলে পেতে চাইবে যে কেউ। সাকিব অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড়। সে দলের ভারসাম্য নিয়ে আসে।  কিন্তু সাকিব এখন ৫০ বা ৬০ ভাগ ফিট। এমন একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফরম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।’

করোনামুক্ত হলেই যে মানুষ তাৎক্ষণিক সুস্থ হয়ে যান— এমনটি নয় বলে জানালেন ডমিঙ্গো।

এ ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন দ. আফ্রিকান কোচ। তার নিজেরও করোনার ধাক্কা সামলে কাজে ফিরতে বেগ পেতে হয়েছে।

ডমিঙ্গো বললেন, ‘অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে টেস্ট খেলা আরও কঠিন। এর ওপর সাকিব কোভিড থেকে সেরে উঠেছে মাত্র। আমারও কোভিড হয়েছিল। আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এতে। শরীরও শক্তি পাওয়া যায় না। এটি টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে পাঁচ দিন প্রায় ৬ ঘণ্টা করে মাঠে থাকতে হয়। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে।’

তবে কি সাকিবকে চট্টগ্রাম টেস্টের একাদশে রাখা হচ্ছে না?

ডমিঙ্গো জানালেন, ‘সাকিবের ফিটনেস পরীক্ষা করতে হবে। তাকে আগামীকাল আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে আগামীকাল পরীক্ষা করে দেখব।’

Share This Article

মহামারি রূপ নিতে পারে নিপাহ ভাইরাস, কাঁচা রসে নিষেধাজ্ঞা

ইসির সঙ্গে বৈঠকে সেনা কর্মকর্তারা

পেঁয়াজের দাম নিয়ে কারসাজি, জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে ১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে

কুমিল্লার মুরাদনগরে জনপ্রিয় হচ্ছে মরুর ফল সাম্মাম চাষ

টাঙ্গাইলের মধুপুর গড়ে গ্রামীণ জনপদে মাসকলাই চাষ

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

৪০ আসনে ছাড় চায় জাতীয় পার্টি, থাকতে পারবে না স্বতন্ত্র প্রার্থীও

পেঁয়াজ ইস্যুতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বোয়িং বিক্রির প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ চায় নিউইয়র্ক ফ্লাইট