একসঙ্গে ডিআইজি হলেন পুলিশ দম্পতি

বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা মনির হোসেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপারেশন বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আর মনিরের স্ত্রী শামীমা বেগম ডিএমপির ট্রান্সপোর্ট বিভাগের যুগ্ম কমিশনার। তিনিও বিসিএস একই ব্যাচের কর্মকর্তা। একই দিনে সুখবর পেলেন স্বামী-স্ত্রী।
পুলিশের ৩২ কর্মকর্তা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। তার মধ্যে রয়েছেন মনির ও তার স্ত্রী শামীমা। একসঙ্গে স্বামী-স্ত্রী ডিআইজির পদোন্নতির নজির পুলিশের ইতিহাসে প্রথম বলছেন বাহিনীর নীতি নির্ধারকরা। এতে স্বাভাবিক কারণে অত্যন্ত খুশি এই দম্পতি। পুলিশের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারাও তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, শামীমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দু'টি দেশের পুলিশের প্রতিনিধিত্ব করেন। আর মনিরের বাড়ি সিরাজগঞ্জ। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। কঙ্গো ও দারফুরে শান্তিরক্ষা মিশনে কাজ করা ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সঙ্গে কাজ করেছেন মনির। বাহিনীর ভেতরে এই দম্পতির আলাদা ইমেজও রয়েছে।
শামীমা সমকালকে বলেন, এটি গর্বের ও ভাগ্যের বিষয়। একসঙ্গে এতো দূর আসা। সিনিয়র-জুনিয়র সবাই শুভেচ্ছা জানাচ্ছেন।
শামীমা এও বলেন, পুলিশের চাকরিতে যোগদানের পর থেকে মনিরের সঙ্গে পরিচয়। এরপর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের একমাত্র মেয়ে ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ছে।
মনির হোসেন বলেন, এই অর্জনে অত্যন্ত খুশি। সবার দোয়া ও শুভ কামনায় এই অর্জন। আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান, এর আগে একাধিবার একসঙ্গে একাধিক পুলিশ দম্পতি এসপি হিসেবে পদোন্নতি পেয়েছেন। তবে ডিআইজি হিসেবে একসঙ্গে পুলিশ দম্পতির ঘটনা বাহিনীর ইতিহাসে আর কখানো হয়নি।