সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৯, বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২৯ বৈশাখ ১৪২৯

সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষী বাণিজ্য ভান্ডারের দু’টি দোকানে অভিযান চালিয়ে এই সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে তেল মজুত করার অপরাধে এ সময় দোকান মালিক পরিতোষ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, উদ্ধার করা বোতলজাতকৃত সয়াবিন তেল পরে খোলা বাজারে বিক্রি করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়।