হামলা হলে পাল্টা হামলা, আঘাত এলে পাল্টা আঘাত: গয়েশ্বর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২৯ বৈশাখ ১৪২৯
গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি অন্যতম জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফের বাড়িতে হামলাকে পরিকল্পিত মহড়া উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, ‘হামলা হলে পাল্টা হামলা, আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। এ দায়িত্ব পালনে যারা বাধা দেবে, তাদের মোকাবিলা করব। আর ছাড় দেওয়ার সময় নেই। মুখ বুঝে পিঠে লাঠির বাড়ি খাওয়ার সময় নেই।’

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ‘দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মতো অবস্থা দেখতে চান না জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘নিরাপদে মানসম্মান নিয়ে প্রস্থান করুন। আওয়ামী লীগ যদি শ্রীলংকা থেকে শিক্ষা না নেয়, তা হলে তাদের পরিণতি ভয়াবহ হবে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই প্রতিবাদসভা অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে। খন্দকার মোশাররফের বাড়িতে হামলা করেছে দুষ্কৃতকারীরা। আগে দুষ্কৃতকারীদের জায়গা ছিল জেলে। এখন তাদের জায়গা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনে।

বিএনপির এ বিক্ষোভ সমাবেশ ঘিরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ ছিল। সমাবেশ ঘিরে পুলিশেরও সতর্ক উপস্থিতি ছিল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ।

বিষয়ঃ বিএনপি

Share This Article


আজ হেফাজতে ইসলামের বিক্ষোভ

আ.লী‌গের সঙ্গে সম‌ঝোতা হয়‌নি, প্রয়োজনও নেই: জাপা

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বৃষ্টিতে ভিজে রিজভীর নেতৃত্বে মিছিল

‘তওবা-আস্তাগফিরুল্লাহ’, বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর

ইসির সঙ্গে আলাপ করে বিএনপির কর্মসূচির সিদ্ধান্ত: ডিএমপি

পাঁচ বছরে রাঙ্গাঁর নগদ অর্থ বেড়েছে ‌১৬ গুণ

‘নষ্ট হওয়া গণতন্ত্রের ধারা আওয়ামী লীগ ঠিক করেছে’

নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই

‘যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগ উঠে যাবে’

সাংবাদিকদের প্রশ্নে খেপলেন শাহজাহান ওমর

ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধ: ওবায়দুল কাদের