মাথাপিছু আয়ে ভারতের ওপরেই থাকছে বাংলাদেশ: আইএমএফ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ২৯ বৈশাখ ১৪২৯
ফাইল  ফটো
ফাইল ফটো

মাথাপিছু আয়ে ২০২২-২৩ অর্থবছর থেকে শুরু করে পরবর্তী ৬ বছরে ভারত বাংলাদেশের পেছনে থাকবে বলে পূর্ভাবাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফ।  

ভারতের ১৯৩৫ ডলারের বিপরীতে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৯৬২ মার্কিন ডলার।

আইএমএফ-এর মতে, ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাড়াবে ৩ হাজার ২৫৩ ডলারে আর ভারতের ৩ হাজার ১৮ ডলার, যা ভারতের চেয়ে ৮ শতাংশ বেশি।

ছয় বছর পরে বাংলাদেশ ও ভারতের জিডিপি যথাক্রমে ৫৬৫ বিলিয়ন ও ৪ হাজার ৩৯৩ বিলিয়ন ডলার হবে।

উল্লেখ্য, জিডিপি দিক দিয়ে ২০২০ সালে প্রথমবারের মতো ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ। গত ১৫ বছর ধরে বার্ষিক ৬ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এই সাফল্য অর্জিত হয়েছে।

বার্ষিক ৩৫৫ বিলিয়ন ডলার উৎপাদন নিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article