শিশুদের আকৃষ্ট করতে রাজধানীতে হচ্ছে দৃষ্টিনন্দন স্কুল

রাজধানীর প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দর না হওয়ায় স্কুল গমনে শিশুদের আকৃষ্ট করা যাচ্ছেনা বলে অভিযোগ উঠেছর। এ কারণে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসতে আগ্রহী হয় না। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক স্তরের কোমলমতি শিশুদের আকৃষ্ট করতে ঢাকাতে নতুন ১৪টি স্কুল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
দৃষ্টিনন্দন এসব স্কুলে শিশুদের খেলাধুলার জন্য পৃথক ইনডোর গেমস রুম, অভিভাবকদের জন্য অপেক্ষাগার, শিশুদের উপযোগী ওয়াশরুম ব্লক থাকবে। প্রতিটি ভবনের পৃথক আর্কিটেকচারাল ডিজাইন হবে। স্কুলগুলোর মধ্যে তিনটি রাজধানীর উত্তরায় ও বাকি ১১টি পূর্বাচলে স্থাপন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই স্কুলগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করবে।
একইসঙ্গে রাজধানীর ১২টি থানা এলাকায় থাকা ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন নতুন ভবন। এজন্য পুরোনো ভবনগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।