শ্রীলঙ্কায় নদীতে, আর এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে : মির্জা ফখরুল

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৪, মঙ্গলবার, ১০ মে, ২০২২, ২৭ বৈশাখ ১৪২৯

শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে বর্তমান সরকারের শিক্ষা নেওয়া উচিত কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার শিক্ষা নিতে জানে না। যদি জানতো তাহলে এই ১০ বছরে শিক্ষা নিতে পারতো। শ্রীলঙ্কায় নদীতে ঝাঁপিয়ে পড়েছে সব, আর এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় এক যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

'নিজেদের অস্তিত্ব রক্ষায় বিএনপি নির্বাচনে আসবে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিতে হবে। 
 

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এর মধ্যে এতটুকু ফাঁক-ফোকর নেই। এই সরকারকে যেতে হবে। ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে। আর নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পরেই একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে।

'আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমের সক্ষমতা নেই,' নির্বাচন কমিশনের এমন মন্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যা বলার বলে দিয়েছেন, এখানে আমাদের বলার তেমন কিছু আছে বলে মনে হয় না। এই সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রকে ধ্বংস করছে।

'বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল ঈদের পরে আন্দোলন কাকে বলে দেখিয়ে দেয়া হবে'- এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের সবকিছুই আন্দোলনের অংশ, আমরা যা কিছু করছি তাই আন্দোলন। আন্দোলন বলতে আপনারা কি বোঝেন তা জানি না, আমরা যারা আন্দোলন করি তারা বুঝি আন্দোলন মানেই জনগণকে সম্পৃক্ত করা। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি এটাও আন্দোলনের কর্মসূচি। জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি দিয়েছি সেটাও আন্দোলনের কর্মসূচি। অস্থির হবেন না, আপনারা যেটা দেখতে চান সেটা খুব শিগগিরই দেখতে পাবেন। 

Share This Article


আজ হেফাজতে ইসলামের বিক্ষোভ

আ.লী‌গের সঙ্গে সম‌ঝোতা হয়‌নি, প্রয়োজনও নেই: জাপা

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বৃষ্টিতে ভিজে রিজভীর নেতৃত্বে মিছিল

‘তওবা-আস্তাগফিরুল্লাহ’, বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর

ইসির সঙ্গে আলাপ করে বিএনপির কর্মসূচির সিদ্ধান্ত: ডিএমপি

পাঁচ বছরে রাঙ্গাঁর নগদ অর্থ বেড়েছে ‌১৬ গুণ

‘নষ্ট হওয়া গণতন্ত্রের ধারা আওয়ামী লীগ ঠিক করেছে’

নারায়ণগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই

‘যেখানে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগ উঠে যাবে’

সাংবাদিকদের প্রশ্নে খেপলেন শাহজাহান ওমর

ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দল ঐক্যবদ্ধ: ওবায়দুল কাদের