কক্সবাজারে রেকর্ড পর্যটক:চার দিনেই ৬০০ কোটি টাকা!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৬, সোমবার, ৯ মে, ২০২২, ২৬ বৈশাখ ১৪২৯

করোনা মহামারির প্রকোপ কমে আসায় এবারের ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে রেকর্ডসংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। প্রতিদিন সেখানে দুই লাখের বেশি পর্যটক সমাগম হচ্ছে, যা এর আগে কখনও হয়নি।
পর্যটন করপোরেশনের তথ্য অনুযায়ী,, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) থেকে শুক্রবার (৬ মে) পর্যন্ত ৬ লাখের বেশি পর্যটক কক্সবাজারে এসেছেন। এই ৪ দিনে কক্সবাজারে পর্যটন খাতে অন্তত ৬০০ কোটি টাকার ব্যবসা হয়েছে।
এছাড়া পরবর্তি সপ্তাহ পর্যন্ত পাঁচ শতাধিক হোটেল-মোটেলের অগ্রিম বুকিং রয়েছে। এ সময়ের মধ্যে আরও অন্তত পাঁচ লাখ পর্যটক কক্সবাজারে আসার কথা। সব মিলিয়ে ১০ থেকে ১১ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করেছেন।
এতে পর্যটন খাতে অন্তত ১ হাজার কোটি টাকার ব্যবসা যুক্ত হচ্ছে।