রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর ধানমন্ডিতে সাভার পরিবহনের একটি বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উজির আহমেদের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার ভাগনেকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য বের হন বাবা। এ সময় সিএনজিতে উঠতে গেলে সাভার পরিবহনের একটি বাস বাবাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার বাবা আর নেই।
নিহত উজির আহমেদ কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার বাড়ি বাড়ি কুমিল্লার লাকসামে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।