ঈদ যাতায়াতে পুরনো চিত্র বদলে দিলো মোটরবাইক!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৮, রবিবার, ৮ মে, ২০২২, ২৫ বৈশাখ ১৪২৯

মালিক সমিতির দাবী, ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪০ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য ছিল বাস মালিকদের।কিন্তু এবার যাত্রী না থাকায় ঈদের আগের দুই দিন টার্মিনালেই বসে থেকেছে অনেক বাস। কিছু বাস চলেছে কম যাত্রী নিয়ে।

এবার ঈদ যাত্রার  চিত্র অনেকটা বদলে দিয়েছে মোটরসাইকেল। এবছর ঢাকার বাইরে বা এক জেলা থেকে অন্য জেলায় জাতায়াত করেছে  প্রায় ৩৭ লাখ মোটরসাইকেল। ৩৭ লাখ মোটরসাইকেলে যাতায়াত  করেছে প্রায় ১ কোটি মানুষ। আর এতে ঈদ যাত্রায় কাঙ্খিত যাত্রী পায়নি বলে জানিয়েছে  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মালিক সমিতির দাবী, ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৪০ লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য ছিল বাস মালিকদের।কিন্তু এবার যাত্রী না থাকায় ঈদের আগের দুই দিন টার্মিনালেই বসে থেকেছে অনেক বাস। কিছু বাস চলেছে কম যাত্রী নিয়ে।

এবার মোটরসাইকেলের ব্যবহার এতোটাই বেড়েছে যে, এবার বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জট সৃষ্টি হয়েছে। শিমুলিয়া ঘাটে শুধু মোটরসাইকেল পার হওয়ার জন্য একটি ফেরি নির্ধারিত করতে হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে ঈদের সময় সড়ক, মহাসড়কগুলোতে ২৫ লাখ মোটরসাইকেল চলাচল করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, সারা দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৩৫ লাখ ৮৫ হাজার ৪৮৮টি। ঢাকা মহানগরীতে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেল আছে ৯ লাখ ১৪ হাজার ৮১৭টি। তবে যাত্রী কল্যাণ সমিতি মনে করে, দেশে নিবন্ধিত-অনিবন্ধিত মিলে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল আছে।

বঙ্গবন্ধু টোল প্লাজার তথ্য মতে, গত ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সাত দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার ৯১৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

শিমুলিয়া ফেরিঘাটের হিসাবে পার হয়েছে প্রায় ১১ হাজার মোটরসাইকেল। পাটুরিয়া ফেরিঘাটে ১০ হাজার ৫৪৯টি মোটরসাইকেল পার হয়েছে। কাঁচপুর সেতু দিয়ে পার হয় ১০ হাজার ১৬৯টি। এর বাইরে নানা পথে যাত্রীরা ঢাকা থেকে বের হয়ে আশপাশের জেলাগুলোতে যাতায়াত করেছে।

Share This Article


বিএনপি নির্বাচনে এলে তারিখ পুননির্ধারণ করা হবে!

নির্বাচনে অংশগ্রহণ: দুই নেতাকে বহিষ্কার বিএনপির!

এবার বিএনপির আসন ভিত্তিক আন্দোলনের এক্সপেরিমেন্ট!

১৫২ দেশের মধ্যে অবস্থান ৪৬: মানি লন্ডারিং প্রতিরোধ সূচকে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি

অর্থনীতিতে সুবাতাস: বাড়ছে রিজার্ভ, কমছে ডলারের দাম!

বছর শেষেও রিজার্ভ নিয়ে নেই কোনো অস্বস্তি!

এবার নির্বাচনী ট্রেনে যুক্তফ্রন্ট: দেবে ১০০ আসনে প্রার্থী

ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি ও চীনের সাথে উত্তেজনা কমাতে বাংলাদেশ বিষয়ে পিছু হটছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রকে বিদেশি কিছু সাংবাদিক ও এনজিও প্ররোচিত করছে!

হরতাল-অবরোধে আগুন সন্ত্রাসের মাস্টারমাইন্ড গ্রেফতার!

ঢাকায় সজীব ওয়াজেদ জয়

বগুড়ায় বিএনপি-যুবদল-ছাত্রশিবিরের তাণ্ডব, ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ