যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বাংলাদেশের পোশাক রপ্তানি!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে একক বাজার হিসেবে বাংলাদেশে তৈরি পোশাকের আধিপত্য বেড়েই চলেছে। বছরখানেক ধরে তৈরি পোশাক রফতানিতে আগের চাইতে ভালো করছে বাংলাদেশ।
ফলে এই বাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার বেড়েছে। গত বছর শেষে তা দাঁড়িয়েছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। চলতি বছরের প্রথম ৩ মাসে সেটি বেড়ে হয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ।
চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ থেকে ২৪৮ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে, দেশি মুদ্রায় যা ২১ হাজার ৩২৮ কোটি টাকার সমান। চলতি বছরের প্রথম তিন মাসে অর্থের হিসাবে যে পরিমাণ পোশাক রফতানি হয়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় ৬২ দশমিক ২৩ শতাংশ বেশি।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান থেকে এমন তথ্য মিলেছে। চলতি বছরের প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৪৩১ কোটি ডলারের পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এবার আমদানি বেড়েছে ৩৯ দশমিক ৭১ শতাংশ।